জাকির হোসেনের হাতধরে ফের তৃণমূলে যোগদান বিভিন্ন দলের ৪০০ কর্মীর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210908_155553

আব্দুস সামাদ, জঙ্গিপুর: বাংলার রাজনীতির অন্যতম মুখ, পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর বিধানসভার মনোনীত প্রার্থী জাকির হোসেনের হাত ধরে আবারও ৪০০ কর্মীর স্বতঃস্ফূর্তভাবে জাতীয় কংগ্রেস, সিপিএম এবং বিজেপি থেকে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান।

এদিন রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের জামুয়া অঞ্চল,কানুপুর অঞ্চল থেকে বুধবারোর এই যোগদান সভা আয়োজন করা হয়। এই যোগদান সভা covid- বিধি মেনেই হয়।

যোগদান সভা থেকে যোগদানকারীরা বলেন, পশ্চিম বঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে ও প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনে যে ভাবে তাঁদের পাশে সর্বদা ছায়ার মতো থেকে সার্বিক ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাতে তাঁর কাজ তাঁদের মনকে উজ্জীবিত করে তুলেছে।

এছাড়াও তাঁরা বলেছেন, জাকিরের মতো নেতা এই রাজ্যের গর্ব, তাঁর অনুপ্রেরণায় তাঁরা অনুপ্রাণিত হয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

এদিনের যোগদান নিয়ে জাকির হোসেন বলেন,  যোগদানের পেছনে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির সবটাই কৃতিত্ব। তিনি মানুষের পাশে থাকবেন, শুধু ভোটের সময় নয়,তিনি সর্বদা মানুষের আপদে,বিপদে,সর্ব প্রকার সহযোগিতা করে থাকেন। এবং সাধারণ মানুষের অভিযোগ,ক্ষোভ,আর্তনাদ,দুঃখ,কষ্টের কথা শুনে তাঁদের সাথে সাক্ষাৎ করে তাদের পশে থাকেন।

এছাড়াও তিনি বলেন,  জঙ্গিপুর বাসী তাঁকে হৃয়ের মাঝে রেখেছে। ভোটে জয় নিয়েও তিনি ১০০% আশাবাদী। তাঁকে জঙ্গিপুর বিধানসভায় তাঁর এলাকার মানুষ ব্যাপক ভোটের ব্যাবধানে বিজয়ী করবেন।

আজকের এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি মহম্মদ সোহরাব, রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লক সভাপতি গৌতম ঘোষ, সফিকুল ইসলাম,নবাব হোসেন,ইয়াকুব শেখ-সহ স্থানীয় অন্যান্য নেতৃত্ব।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর