হেমন্তের সান্ধ্যকালীন মনোরম পরিবেশে প্রকাশিত হল নওরোজ পত্রিকার চতুর্থ বর্ষ সংখ্যা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2022-10-16 at 9.25.28 PM

শরীয়তুল্লাহ সোহন, লালগোলা: লালগোলা আর্টস অ্যান্ড কালচার এর পরিচালনায় ও মনিরুজ্জামান মানিক এর সার্বিক তত্ত্বাবধানে লালগোলা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে উঠতি প্রতিভাবান কবি, সাহিত্যিকদের লেখা কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প নিয়ে প্রকাশিত হল নওরোজ পত্রিকার চতুর্থ বর্ষ সংখ্যা। ১৬.১০.২০২২ অর্থাৎ রবিবার হেমন্তের মনোরম পরিবেশে সান্ধ্যকালীন সময়ে লালগোলার বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক মনন সম্পন্ন মানুষের উপস্থিতিতে এই পত্রিকার চতুর্থ বর্ষের সংখ্যাটির শুভ উদ্বোধন হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঙধনুর পত্রিকার বিশিষ্ট সম্পাদক জয়নুল আবেদীন, বিশিষ্ট সাহিত্যিক নিহারুল ইসলাম, সাইদুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন বহু শিক্ষক ও সমাজকর্মী। এই সভায় সভাপতির আসন অলংকৃত করেন জয়নুল আবেদীন। পত্রিকাটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন লস্করপুর হাইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। এছাড়াও সভাটি কে সার্বিকভাবে পরিচালনা করেন পত্রি

কার সম্পাদক মনিরুজ্জামান মানিক। এই সান্ধ্যকালীন সভাটি বহু উঠতি কবিদের কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে মুখর হয়ে উঠে। এছাড়াও অনুষ্ঠানে আগত বিশিষ্টজনরা পত্রিকাটির আগামীর পথচলা মসৃণ করতে এবং স্রোতের বিপরীতে দাঁড়িয়ে অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করে সুস্থ সাংস্কৃতিকময় পরিবেশ গড়ে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ হন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর