বিধানসভার কমিটি থেকে গণ ইস্তফা ৮ বিজেপি বিধায়কের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210713_215735

নিউজ ডেস্ক : মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মনোনীত করার প্রতিবাদে বিধানসভার কমিটিগুলো থেকে গণ ইস্তফা দিলেন ৮ বিজেপি বিধায়ক। আজ স্পিকারের কাছে গিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সবাই তাদের পদত্যাগ পত্র জমা দেন।

সূত্রের খবর, বিজেপি বিধায়কদের এ দিন বিধানসভার অধ্যক্ষ বলেন,’কেন পদত্যাগ করছেন? মানুষের কাজ করার জন্য আপনাদের থাকা উচিত।’ তখন বিজেপির বিধায়করা জানান, এটা পরিষদীয় দলের সিদ্ধান্ত। এরপর স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের নালিশ জানাতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা যান রাজভবনে। এনিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের কটাক্ষ,’নিয়ম মেনে সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার। এক্ষেত্রে রাজ্যপালের কিছু করার নেই। ছবি তুলতে যাচ্ছেন ওঁরা।’

শুক্রবার বিধানসভায় পিএসি চেয়ারম্যান হিসেবে মুকুল রায়কে মনোনীত করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এর তীব্র প্রতিবাদ জানায় বিজেপি। বিধানসভা থেকে ওয়াকআউট করেন দলের বিধায়করা। এ দিন রাজভবন থেকে বেরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান,’আমাদের মতামত না নিয়ে ৮ জন বিধায়ককে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের পদে বসিয়েছিলেন স্পিকার। বিজেপির পরিষদীয় দলের কাছ থেকে জানতে চাওয়া হয়নি। পিএসি চেয়ারম্যান নিয়ে রাজনীতিকরণের জন্য সেগুলি প্রত্যাখ্যান করেছি।’

বিজেপি নেতৃত্ব রাজ্যপালের কাছে নালিশ জানিয়েছে। আবার নিজেদের বিধায়কদের নিয়ে দিল্লি গিয়ে স্বরাস্ট্র মন্ত্রকের কাছে নালিশ জানাতে চায় শুভেন্দু। তবে তৃণমূল কংগ্রেস মুকুল রায়ের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে তা খুব কৌশল করে নেওয়া হয়েছে। তাই এক্ষেত্রে কোনো ব্যবস্থাই কেউ নিতে পারবে না যতই নালিশ করুক বিজেপি। মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর