আসানসোলের ধাদকায় এক ব্যবসায়ী কে ভোজালির কোপ, ভর্তি আসানসোল জেলা হাসপাতালে

এনবিটিভি ডেস্ক: ভরসন্ধ্যায় এক ব্যবসায়ীকে ভোজালির কোপ মেরে পালালো এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার অন্তর্গত ধাদকার সুকান্ত পল্লীতে। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় ব্যবসায়ী বীর বাহাদুর সিংহ দুধ নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে কিছুটা দুরে এক দুষ্কৃতী ভোজালি দিয়ে ওই ব্যবসায়ীর পিঠে আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে বীর বাহাদুর সিং। এরপর সঙ্গে সঙ্গে পাড়া-প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।খবর পেয়ে হাসপাতালে আসেন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি। পরে ওই ব্যবসায়ী কে দুর্গাপুরের একটি বেরসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছায়।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Latest articles

Related articles