অভিষেক কে দড়ি দিয়ে বেঁধে পেটানোর হুমকি দিলো বিজেপি নেতা সৌমিত্র খাঁ

নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের উপর ডায়মন্ডহারবারে আক্রমণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গেরুয়া শিবির। এই ঘটনায় পর রীতিমতো হুমকি দিলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তিনি বললেন, “কথা দিচ্ছি এক বছরের মধ্যে ডায়মন্ড হারবারের সাংসদের কোমরে দড়ি দিয়ে পেটাব৷”

মঙ্গলবার সন্ধ্যায় নিউ বারাকপুরে এক সভায় সৌমিত্র বলেন, রাজ্যের ৩৫৬ ধারা প্রয়োগের সময় এসেছে। গণতান্ত্রিক ব্যবস্থার নির্দিষ্ট পদক্ষেপের ভেতর দিয়েই ৩৫৬ দিকে এগোচ্ছে রাজ্য বলে মন্তব্য করেন বিজেপি সাংসদ।

শুধু সৌমিত্র একা নন, শমীক ভট্টাচার্যের উপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষও। এই ঘটনার জন্য সরাসরি তৃণমূলকেই দায়ী করেন তিনি।

Latest articles

Related articles