প্রশাসনকে জানিয়েও মেলেনি রাস্তা, বেহাল অবস্থার জেরে পথ অবোধ করল প্রমীলা বাহিনী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201007-WA0082

এনবিটিভি ডেস্ক, মালদা: বহু দিন ধরে বেহাল অবস্থা রাস্তার বার বার প্রশাসনকে জানিয়েছেন মেলেনি রাস্তা।তিনটি অঞ্চলের বাসিন্দারা বুধবার প্রায় নটা নাগাত সকাল থেকে রাস্তার দাবিতে পথে নামল প্রমীলা বাহিনী৷ এদিন সকাল থেকে অনাইল স্যান্ডে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা৷ উল্লেখ্য হবিবপুর ব্লকের তিনটি অঞ্চলের বিভিন্ন গ্রামের যোগাযোগ ব্যাবস্থা রয়েছে এই রাস্তার সাথে মনোহরপুর, আকালপুর সহ ধুমপুর অঞ্চলের সাদাপুর এলাকাও। উল্লেখ্য মনহোরপুর থেকে গুহি নগর পর্যন্ত প্রায় নয় কিলো মিটার রাস্তা রয়েছে কিন্তু চলারমতো নয়। ওই তিনটি অঞ্চলের, গ্রামের বাসিন্দাদের অভিযোগ এই তিনটি অঞ্চলের বিভিন্ন গ্রামের সাথে যোগাযোগ ব্যবস্থা এই রাস্তা৷ বহু বার প্রশাসনের কাছে জানিয়েও কোন সুরাহা মেলেনি৷ প্রায় নয় কিলো মিটার রাস্তা খারাপ কোন গাড়ি, টোটো রাস্তা খারাপের জন্য যেতে চাইনা৷ গ্রামে কেউ অসুস্থ হলেও এম্বুলেন্সও যায় না৷ প্রশাসন কে জানিয়েও সমস্যা সমাধান হয়নি, তার জেরে এদিন তিনটি অঞ্চলের বিভিন্ন গ্রামের মানুষ পথ অবোধ করেন। প্রায় ঘন্টা খানেক পথ অবরোধ থাকে। খবর পেয়ে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ ও ব্লক প্রশাস এবং রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হলে অবশেষে অবরোধকারীরা অবরোধ তুলে নেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর