রক্ত বমি করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়

এনবিটিভি ডেক্স: বিজেপি–র নবান্ন চলো অভিযানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড কলকাতা–হাওড়া জুড়ে। বিক্ষোভরত বিজেপি কর্মী–সমর্থকদের রুখতে মুহুর্মুহু কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। পাশাপাশি জলকামানে রাসায়নিক ও রঙ মিশ্রিত জল ছোঁড়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আর তাতে গুরুতর অসুস্থ হলেন বিজেপি–র একাধিক নেতাকর্মী। তাঁদের মধ্যে অনেকেই ভর্তি হয়েছেন হাসপাতালে।

আক্রান্ত বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়

এদিন মিছিল থেকে দ্রুত নিয়ে গিয়ে বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়কে। অভিযোগ, জলে মেশানো রাসায়নিক মুখে গিয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলে রক্তবমিও শুরু হয় তাঁর। বেসরকারি ওই হাসপাতালে ইতিমধ্যে তাঁর চিকিৎসা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। সাঁতরাগাছিতে আহত হন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তাঁর অভিযোগ, ‘‌পুলিশ, সিভিক ভলান্টিয়ারের পাশাপাশি কিছু গুন্ডা ইচ্ছাকৃতভাবে মিছিলের মাঝে এসে ইট–পাটকেল ছুঁড়েছে। আমাদের শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ।’‌

Latest articles

Related articles