গাজীপুরের শ্রীপুরে ভুয়া এসপি আটক

 

মনিরুল ইসলাম মেরাজ
গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয়দানকারী এক যুবককে আটক করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ।

আটককৃত হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজিদপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে কাউছার মিয়া (২৫)। এসময় তার কাছ থেকে গণভবনের একটি পরিচয়পত্র (আইডি কার্ড) জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মাওনা চৌরাস্তা হাইওয়ে পুলিশ বক্স থেকে তাকে আটক করা হয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, কাউছার দুপুরে মাওনা ফ্লাইওভারের নিচে কর্তব্যরত কনস্টেবলদের কাছে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয় দেয়। এ সময় তার সাথে একজন নারী ছিলেন। পরে তারা আমাকে ফোনে জানালে আমি ওই ভুয়া এএসপিকে ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সে নিয়ে বসার নির্দেশ দেই। পরে পুলিশ বক্সে এসে তার সাথে কথাবার্তায় ও আচরণ সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করলে সে প্রকৃত পরিচয় স্বীকার করে। এ সময় তার সঙ্গে থাকা নারী পরিস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায়।

সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে শ্রীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

Latest articles

Related articles