গঙ্গাসাগরে পর্যটক ও পূর্ণার্থী আসা বন্ধ, খাদ্যের সংকটে পড়া ২০০ সারমেয়দের খাদ্য দিচ্ছেন বিধায়ক, সাথে স্থানীয়রা

এনবিটিভি, সাইফুদ্দিন মোল্লা:-লকডাইনে সারমেয়দের করুন অবস্থা। মানুষের খাদ্যের টান পড়ার সাথে সাথে পশুদের খাদ্যের টান দ্বিগুন হয়েছে। দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় স্থান গঙ্গাসাগর । এ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে কপিলমুনির মন্দিরকে ঘিরে গড়ে ওঠা এই গঙ্গাসাগর আজ শুধু ধর্মীয় তীর্থক্ষেত্রই নয় রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র। লকডাইনে পর্যটক বা পূর্ণার্থী আসা বন্ধ, তাই সারমেয়রা খেয়ে পাচ্ছে না।

সারাদেশে লকডাউনের ফলে এই গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের আনাগোনা নেই বললেই চলে, ফলে এখানকার প্রায় ২০০ সারমেয় অভুক্ত অবস্থায়। স্থানীয় বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা সেই সারমেয়দের আহারের ব্যবস্থা করেছেন। পাশাপাশি স্থানীয় কিছু মানুষজন এগিয়ে এসেছেন। তাদের তত্ত্বাবধানে এই সারমেয়দের আজ অভুক্ত থাকতে হচ্ছে না । তারা কখনো বিস্কুট, কখনো দুধ মাখা ভাত পাচ্ছে এদের কাছ থেকে । সে কথা জানালেন বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা। তিনি মাঝে মাঝেই সাগর বেলাভূমিতে আসছেন এবং এই সারমেয়দের নিজের হাতে খাদ্য পরিবেশন করছেন।

Latest articles

Related articles