এনবিটিভি ডেস্ক: বিজেপির যুব মোর্চার ২ সদস্যকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায়।
স্থানীয় সূত্রে খবর, এলাকার শান্তনু ও সুকান্ত গঙ্গোপাধ্যায় বিজেপির যুব মোর্চার সক্রিয় সদস্য। শুক্রবার রাতে এক বন্ধুর বাবার শেষকৃত্যে যোগ দিতে শ্মশানে গিয়েছিলেন এই দুই ভাই। অভিযোগ, ওই সময় আচমকাই শ্মশানে হামলা চালায় তৃণমূল আশ্রিত বেশ কয়েকজন দুষ্কৃতী। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। সুকান্ত বলেন, আমরা বিজেপি যুব মোর্চার সদস্য, সেটাই আমাদের অপরাধ।
শনিবার দুপুর পর্যন্ত এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের হয়নি। বিজেপির যুব মোর্চার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, ঘটনাটি বিজেপিরই গোষ্ঠীদ্বন্দের জের, অযথা তৃণমূলের ওপর দোষ চাপানো হচ্ছে।