বিহারে শেষ ভোট গ্রহণ, কার দখলে বিহারের রাশ! প্রশ্ন সব মহলেই

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201107-WA0010

এনবিটিভি ডেস্ক: তৃতীয় তথা শেষ দফার নির্বাচন শেষ হল বিহারে। এদিন সকাল ৭টা থেকে চলে ভোট গ্রহণ পর্ব। ভোট পড়ে ৬০ শতাংশেরও বেশি। সকালেই ভোটদাতাদের ভোট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভোট হয়েছে ১৯ জেলার ৭৮ আসনে ভোট হয়েছে। এদিন ট্যুইটে মোদী বলেন, রাজ্যের সব ভোটারের কাছে অনুরোধ, আপনারা ভোট দিন গণতন্ত্রকে মজবুত করুন। তবে মাস্ক পরতে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে ভুলবেন না।

এই দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেপির নীরজ কুমার। তিনি প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মীয়। চতরপুর বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন তিনি। বিহারিগঞ্জ আসনে লড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদবের মেয়ে সুভাষিণী শরদ যাদব। মুজফ্ফরনগর থেকে লড়ছেন বিধানসভার স্পিকার তথা জনতা দল ইউনাইটেদের নেতা বিজয়কুমার চৌধুরী ও নগরায়ণ মন্ত্রী বিজেপির সুরেশকুমার শর্মা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর