এনবিটিভি ডেস্ক: এবার মাদক মামলায় নাম জড়াল অর্জুন রামপালের। সোমবার বলিউড অভিনেতা অর্জুন রামপালের বান্দ্রার বাড়িতে তল্লাশি চালিয়েছে এনসিবি। তাঁর খার ও আন্ধেরির বাড়িতেও তল্লাশি চালিয়েছে এনসিবি। সূত্রের খবর, অর্জুনের এক গাড়ির চালককে ধরে নিয়ে গিয়েছে এনসিবি। তাঁকে জেরা করা হচ্ছে। তবে তিন জায়গায় তল্লাশি চালানো হলেও, অভিযানে কি কি উদ্ধার হয়েছে, তা জানা যায়নি।
অকাল প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃতুতে নাম জড়ায় তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর। সেই সুত্রেই উঠে আসে বলিউডের কয়েকজন অভিনেতা, পরিচালক এবং প্রযোজকের নাম। তদন্তে নেমে গ্রেফতার করা হয় অর্জুনের বান্ধবীর ভাইকে। সেই সুত্রেই তল্লাশি চালানো হয় অর্জুনের বাড়িতে। জেরা করা হয় তাঁর গাড়ির চালককে।