আগামীকাল থেকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে খুলতে চলেছে কলকাতার চারটি মিউজিয়াম

এনবিটিভি ডেস্ক: করোনা অতিমারীর জেরে দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকা কলকাতার চারটি মিউজিয়াম আগামী কাল থেকে খুলতে চলেছে। সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনে থাকা ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, সায়েন্স সিটির ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম এবং বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম সাধারণের জন্যে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, এখন থেকে সায়েন্স সিটিও সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা রাখা হবে বলে জানা গিয়েছে।

Latest articles

Related articles