এনবিটিভি: বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল বর্ধমান আদালত. স্বাভাবিকভাবেই অস্বস্তিতে গেরুয়া শিবির।
বছরখানেক আগে পূর্ব বর্ধমানের রায়নার একটি সভায়
পুলিশের বিরুদ্ধে আপত্তিকর ও উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছিল মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে. তিনি বলেছিলেন, রাজ্যের পুলিশ কর্মীরা আকণ্ঠ দুর্নীতিতে ডুবে. টাকা না দিলে পুলিশে চাকরি মেলে না. প্রমোশনের জন্যও পুলিশকে টাকা দিতে হয়. এসপি থেকে ওসি সকলকে টাকা তুলতে হয় এবং সেই টাকা যায় তৃণমূলের পার্টি অফিসে. এই মন্তব্যের জেরে সাহেরাবাজার ফাঁড়ির এক পুলিশ কর্মী অভিযোগ দায়ের করেন. তার পরিপ্রেক্ষিতেই জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা।