সেনাবাহিনীর সহযোগিতায় সুন্দরবনে শুরু হল গাছ কাটার কাজ

নিজস্ব সংবাদদাতা, সুন্দরবন, এনবিটিভি: সেনাবাহিনীর সহযোগিতায় সুন্দরবনে শুরু হল গাছ কাটার কাজ। ডিজাস্টার ম্যানেজমেন্টর লোকজন ড্রোন উড়িয়ে এলাকায় পড়ে থাকা গাছ গুলিকে চিহ্নিত করে। তারপরই শুরু হয় গাছ কাটার কাজ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক যোগ দিতে এসে বলেছিলেন এলাকার গাছপালার সরাতে সেনা নামানো হবে। তারপরই আজ নামখানা ব্লকে সাতটি গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে গাছ কাটার কাজ।

প্রথমে দক্ষিন সুন্দরবনে গাছ সরানোর পাশাপাশি ইলেকট্রিক পোষ্ট সরানোর কাজ শুরু হয়েছে। নামখানা,হরিপুর,হেনরি আইল্যান্ড, মদনগঞ্জ অধিকাংশ জায়গায় আজও বিদ্যুৎহীন। যোগাযোগ ব্যবস্থাও প্রায় বিচ্ছিন্ন। সকাল সাতটা থেকে শুরু হয়েছে কাজ। রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রতিনিধি থেকে সিভিক ভলেন্টিয়ার নামখানা ব্লকের প্রতিনিধিরা। সকলেই প্রায় একযোগে কাজে হাত লাগিয়েছেন।

Latest articles

Related articles