নিউজ ডেস্ক : এবার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করল ইউরোপের বৃহৎ অস্ত্র নির্মাতা দেশগুলোর অন্যতম ইতালি। ইতালির বিদেশমন্ত্রী লুইগী ডি মায়ও এক টুইটে জানিয়েছেন, “এটা এমন একটা পদক্ষেপ যেটা আমাদের কাছে প্রয়োজনীয় মনে হয়। এটা আমাদের দেশ থেকে একটা শান্তির বার্তা। আমাদের জন্য মানবতার প্রতি শ্রদ্ধা একটি অলঙ্ঘনীয় প্রতিশ্রুতি।”
এবছর ইয়েমেনে হামলা করা এই দুই দেশ ইতালি থেকে অন্তত ১২,৭০০ টি অত্যাধুনিক বোমা আমদানি করার কথা ছিল। কিন্তু এই নিষেধাজ্ঞার ফলে এই বোমা গুলি সহ আরো অনেক অত্যাধুনিক যুদ্ধাস্ত্র আমদানি বন্ধ হয়ে যাবে দেশ দুটির জন্য। ইতিমধ্যে নব নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে মার্কিন অস্ত্র সরবরাহের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। বাইডেন প্রশাসনের এই পদক্ষেপের পরপরই ইউরোপীয় ইউনিয়নের বেশকিছু সদস্য দেশ একই পথে হেঁটে সৌদি আরব এবং আরব আমিরাতকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে।
দেশ দুটিকে অস্ত্র সরবরাহ বন্ধের কারণ হিসেবে প্রায় সব দেশই তাদের ইয়েমেনে হামলার বিষয়টি উত্থাপন করেছে। উল্লেখ্য ২০১৫ সালে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে এখনো পর্যন্ত দেশ দুটির হামলায় ২,৩৩,০০০ জন ইয়েমেনি নিহত হয়েছেন, গৃহহীন এবং শরণার্থী হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। যুদ্ধের কারণে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে খরা এবং মহামারী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ইয়েমেনের এই সংকটকে বর্তমান সময়ে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট বলে আখ্যায়িত করেছে।