গল্প হলেও সত্যি! মৃত ভেবে চিতাতে চাপানোর পর জেগে উঠলেন বৃদ্ধা

মৃত ভেবে দাহ করার জন্য বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয়েছিল শ্মশানে। চাপানো হয়েছিল চিতাই । মুখাগ্নি করার মুহূর্তে হঠাৎ নড়েচড়ে ওঠে বৃদ্ধার দেহ। পুলিশ এসে তড়িঘড়ি চিতা থেকে নামিয়ে বৃদ্ধাকে উদ্ধার করে ভর্তি করে দুর্গাপুর  মহাকুমা হাসপাতাল-এ । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পাণ্ডবেশ্বরের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের নামু পাড়ার বাসিন্দা ৭৮ বছরের পুষ্পরানি আচার্য। মাস আটেক আগে পড়ে গিয়ে পা ভাঙ্গে তার। তার পর থেকে অসুস্থ অবস্থায় বাড়িতেই ছিলেন বৃদ্ধা। আগে মারা গিয়েছে স্বামী। দুই সন্তান নিয়ে বৃদ্ধার পরিবার । বৃহস্পতিবার দুপুরে হঠাৎই বিদ্ধার সাড়া শব্দ না পেয়ে ছেলেরা খবর দেয় পাড়া-প্রতিবেশীদের।  এলাকাটি করোনার কারনে করেন্টাইন জোন হাওয়াই খবর দেওয়া হলেও আসেনি কোন ডাক্তার । বহু ডাকা ডাকির পরও বৃদ্ধার কোন প্রতিক্রিয়া না পাওয়ার তিনি মারা গেছেন বলে ধারণা হয় তার ছেলে ও প্রতিবেশীদের। এরপরই দাহ করার জন্য দেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়। সাজানো হয় চিতা। দাহের ধার্মিক নিয়ম-নীতি মেনে বৃদ্ধা-কে তোলা হয় চিতাতে। কিন্তু এরপরই ঘটে আশ্চর্য ঘটনা। মুখাগ্নি করার প্রস্তুতি নিতেই হঠাৎ চিতার উপর নরে উঠে বৃদ্ধার শরীর । যা দেখে শ্মশান যাত্রীদের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন । ঘটনার প্রাথমিক আকস্মিকতা কাটার পর খবর দেওয়া হয় পাণ্ডবেশ্বর থানার। পুলিশ এসে চিতা থেকে নামিয়ে  চিকিৎসার জন্য বৃদ্ধা-কে নিয়ে যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। বর্তমানে সেখানেই পুষ্পরানি দেবীর চিকিৎসা চলছে বলে পুলিশ সূত্রে খবর। এদিকে ঘটনা ঘিরে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। ডেট সার্টিফিকেট না নিয়ে কেন দাহ করা হচ্ছিল, ছেলেদের ভূমিকায় বা কি ? গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর।

Latest articles

Related articles