ভালো নেই বাঁশ-বেত কুটির শিল্প কারিগররা

 

 

 

শামীম সরকার,স্টাফ রিপোর্টার :

এই লাগামহীন করোনা ও লকডাউনের প্রভাবে বাঁশ বেতের কারিগরদের জীবনে দুর্দিনের কালো মেঘ।

পরিবারের জন্য এক মুঠো অন্ন যোগাতে কিছু কারিগর লকডাউনের মধ্যে বাঁশ বেত দিয়ে খাঁচা তৈরি করলেও বাজারে এর ক্রেতা নেই। এসব পরিবারে চলছে হাহাকার।

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আঠিরা জগলল পুমদী দুলজরী বিভিন্ন এলাকা সরজমিন ঘুরে দেখা যায় এ করুণ দৃশ্য।

বাঁশ বেতের কারিগর । সহায় সম্বল বলতে কিছুই নেই তার। জন্মের পর থেকে পারিবারিক ভাবে এ পেশায় তার জীবন শুরু। পরিবারের অন্য সদস্যরাও বাঁশ বেতের কাজের সাথে জড়িত।

কামরুল জানান, ইদানিং সরকার লকডাউন দেয়াতে আমাগো খাঁচা ও টুকরি তৈরি করলেও ক্রেতার অভাবে তা বাজারে তা বিক্রি হচ্ছে না। ফলে পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে দিনানিপাত করছি।

একই এলাকার কারিগর রুবেল মিয়া জানান, লকডাউনের পূর্বে বাঁশ বেত দিয়ে খাঁচা ও টুকরি তৈরি করে বেশ ভালোই চলছিলো সংসার, কিন্তু করোনার প্রভাবে বাজার না থাকায় ঘরে খাবার নেই।

হোসেনপুর উপজেলা ৬নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক জানান, সরকারি বরাদ্দ পাওয়া গেলে অগ্রাধিকার ভিত্তিতে বাঁশ বেতের কারিগরদের মধ্যে তা বন্টন করা হবে।

Latest articles

Related articles