আফগানিস্তানের ওপর প্রেসিডেন্ট আশরাফ গনির আর নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেছেন আমেরিকান ইউনিভার্সিটি অফ আফগানিস্তানের আইন বিষয়ের অধ্যাপক হারুন রাহিমি।
তিনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেন, আফগানিস্তানের ওপর গনি সরকারের ক্ষমতা সীমাবদ্ধ হয়ে আসছে। আফগানিস্তানের ওপর প্রেসিডেন্ট আশরাফ গনির কোনোই নিয়ন্ত্রণ নেই।
তিনি আরো বলেন, আফগানিস্তানে ক্ষমতার পরিবর্তন বিনা রক্তপাতে হওয়া উচিৎ। যতটা সম্ভব দ্রুততার সাথে ও সুশৃঙ্খলভাবে এ পরিবর্তন আনতে হবে।
অধ্যাপক হারুন রাহিমির মতে, যদি চরম চাপ আর বিশৃঙ্খলার মধ্যে কাবুলের পতন হয় তাহলে আর রাজনৈতিকভাবে সমস্যার সমাধান হবে না।
এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলের ১১ কিলোমিটার সীমার মধ্যে পৌঁছে গেছে তালেবান বাহিনী। শনিবার দক্ষিণের চর আসিয়াব শহরে পৌঁছানোর মধ্য দিয়ে তারা এই মাইলফলক অর্জন করেছে।
আলজাজিরার খবরে বলা হয়েছে, শনিবার চর আসিয়াব শহরে তালেবানের পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছেন লগার প্রদেশের সংসদ সদস্য হোদা আহমাদি।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের এক কর্মকর্তা বলেছেন, যেকোনো দিন তালেবানের যোদ্ধারা কাবুলে ঢুকে যেতে পারে।
সূত্র : নয়া দিগন্ত