মোঃ সোহাগ, স্টাফ রিপোর্টার।
এনবিটিভি নিউজ ডেক্স
গত 24 ঘন্টায় যশোরে 92জনের নমুনা পরীক্ষা করে 10জনের করোনা পজেটিভ.তারপরো থেমে নেই শহরের মানুষের পথ চলা সকলেই চলছে তার নিজ গতিতে৷
মাক্স বিহীন পথ চললে জরিমানা করছেন নিরবাহী ম্যাজিস্ট্রেটরা৷প্রচার করছেন সতর্ক বার্তা.তবুও থেমে নেই করোনা চলছে তার নিজ গতিতে৷ বেড়েই চলেছে করোনা সংক্রমণ ৷ ফলে প্ররিস্থিতি বিবেচনায় রেড জোন হিসাবে চিহ্নিত হয়েছে৷
তারপর যশোর হয়ে উঠেছে ঠেলাঠেলির শহর৷তা দেখে মনে হয় মৃত্যুর প্রতিযোগিতাই নেমেছে মানুষ ৷এছাড়া দোকান পাট বিকাল 4টা প্রযন্ত খোলার যে নির্দেশনা সেটিও উপেক্ষিত হচ্ছে৷অনেক রাত অবধি চালু থাকছে দোকান পাট৷
বিশেষ করে গাড়িখানা রোড থেকে চৌরাস্তা হয়ে আরএন রোড,রেল রোড,মাইক পট্টি,সিভিল কোর্ট মোড় হযচ্ছে যান জট ও মানুষের ভিড়৷অইন অমান্য করেই চলেছে যশোরের মানুষ ৷