আবারও দাম বাড়লো বিড়ি সিগারেট সহ সকল তামাক পণ্যের

নির্বাহী সম্পাদক
Nbtv নিউজ ডেস্কঃ

গত কয়েক বছর ধরেই নিয়মিত দাম বেড়ে আসছে বিড়ি সিগারেট জর্দা ইত্যাদি সহ অন্যান্য সকল তামাক জাত পন্যের।
সেই ধারাবাহিকতায় এবার ও দাম বাড়ানোর ঘোষনা আসলো এই সকল পন্যের উপর।।

প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণার পর উচ্চহারে দাম বাড়ানোর ঘোষনা তামাকজাত সকল পণ্যের।

বাজেট ঘোষণা হওয়ার পর থেকে সকল তামাক পন্যের দাম বাড়ানোর ব্যাপারে কয়েকটি কারণ রয়েছে বলে দাবী করছেন বিশেষজ্ঞরা।
তার মধ্যে স্বাস্থ্যঝুঁকি থাকায় এর ব্যবহার কমানো এবং রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে কে প্রধান কারন হিসেবেও দেখছেন তারা।

সংসদে বাজেট প্রতিবেদনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সিগারেটের নিম্ন স্তরের ১০ শলাকার দাম ৩৯ টাকা থেকে শুরু করে তদুর্ধ্ব এবং সম্পূরক শুল্ক ৫৭ শতাংশ ধার্যের প্রস্তাব করছি। এ ছাড়া মধ্যম স্তরের ১০ শলাকার দাম ৬৩ টাকা ও তদুর্ধ্ব, উচ্চ স্থরের ১০ শলাকার দাম ৯৭ টাকা ও তদুর্ধ্ব, অতি-উচ্চ স্তরের ১০ শলাকার দাম ১২৮ টাকা ও তদুর্ধ্ব এবং এই তিনটি স্তরের সম্পূরক শুল্ক ৬৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি।

এসময় তিনি ফিল্টার বিহীন বিড়ির ২৫ শলাকার দাম ১৪ টাকা থেকে বৃদ্ধি করে ১৮ টাকা, ১২ শলাকার দাম ৬.৭২ টাকা থেকে বৃদ্ধি করে ৯ টাকা ও ৮ শলাকার দাম ৪.৪৮ টাকা থেকে বৃদ্ধি করে ৬ টাকা এবং সম্পূরক শুল্ক ৩০ শতাংশ অব্যাহত রাখার প্রস্তাব করছি। এ ছাড়া ফিল্টার সংযুক্ত বিড়ির দাম ৮.৫০ টাকা থেকে বৃদ্ধি করে ১০ টাকা এবং সম্পূরক শুল্ক ৪০ শতাংশ অব্যাহত রাখার প্রস্তাব করেন।।

সিগারেটের পাশাপাশি জর্দার দাম বাড়ানোর প্রস্তাব রেখে তিনি বলেন, প্রতি ১০ গ্রাম জর্দার দাম ৪০ টাকা ও সম্পূরক শুল্ক ৫৫ শতাংশ এবং প্রতি ১০ গ্রাম গুলের দাম ২০ টাকা ও সম্পূরক শুল্ক ৫৫ টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি।

Latest articles

Related articles