শিমুল আলী,
স্টাফ রিপোর্টার নাটোরঃ-
নাটোরে বিশ্ব “মা” দিবস ও কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রান্ত সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব “মা” দিবস ও কোভিড-১৯ সংক্রান্ত সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র উমা চৌধুরী জলি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থার আলোর নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, নিডা’র নির্বাহী পরিচালক বিউটি পারভীন প্রমুখ।