এনবিটিভি ডেস্ক: গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যায় চিন ও ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এই ঘটনায় এক কর্নেল সহ ২০ ভারতীয় জওয়ান নিহত হন। পাশাপাশি চিনের তরফেও বহু হতাহতের খবর পাওয়া যায়। তবে নিহত ও আহতের সংখ্যা আজও প্রকাশ করেনি চিন প্রশাসন।
এরমধ্যেই এক মার্কিন গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেখানে বলা হয়েছে, লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার উপর হামলা চালানোর নির্দেশ দিয়েছিল এক শীর্ষ চিনা জেনারেল। মার্কিন গোয়েন্দার মূল্যায়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক সূত্র জানিয়েছেন, ভারতীয় জওয়নাদের উপর নৃশংস হামলার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছিলেন চিনের ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ডের প্রধান জেনারেল ঝাও জঙ্গপি। যিনি চিনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) এর বর্ষীয়ান আধিকারিক।
ওই রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতকে শিক্ষা দিতেই হামলা চালিয়েছিল চিনা সেনা। উল্লেখ্য এতদিন হামলার ঘটনার যাবতীয় দায় ভারতের ঘাড়েই চাপাচ্ছিল চিন। কিন্তু মার্কিন গোয়েন্দা রিপোর্ট সামনে আসতেই সর্ষের মধ্যে ভুত বেড়িয়ে পড়ল। আরও জানা যাচ্ছে, জেনারেল ঝাও জঙ্গপি উদ্বেগ প্রকাশ করছিলেন শক্তিধর রাষ্ট্রগুলির কাছে চিন ইদানিং দুর্বল বলে বিবেচিত হচ্ছে। সেটা যদি না হয় তার জন্যই ভারত সীমান্তে মোতায়েন চিনা বাহিনীকে হামলার নির্দেশ দিয়েছিলেন তিনি। তবে এর ফল পুরোপুরি উল্টো হয়ে যায়। চিনের আক্রমণের পরই ভারতে চিনবিরোধী আক্রোশ বেড়ে যায়। যার প্রভাব সরাসরি বাণিজ্যে পড়তে শুরু করেছে।
অপরদিকে আমেরিকা, জাপান সহ বহু ইউরোপীয় দেশ ভারতের পাশে দাঁড়িয়ে যায়। ওই মার্কিন রিপোর্টে এও বলা হয়েছে, চিন যা চেয়েছিল, সেটার বিপরীত হয়েছে। এটা চিনের জয় নয়। এখন প্রশ্ন উঠছে, এই নির্দেশ সম্পর্কে কি আদৌ জানতেন চিনা প্রেসিডেন্ট শি জিংপিং?