ত্রিপুরা বিধানসভার অন্দরে বিরোধী এবং শাসকদলের বিধায়কদের বিক্ষোভ

এনবিটিভি, ওয়েব ডেস্ক: ত্রিপুরা বিধানসভার অন্দরে বিরোধী এবং শাসকদলের বিধায়কদের বিক্ষোভ। গঙ্গাজল দিয়ে বিধানসভার শুদ্ধিকরণ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায়বর্মন। এমনকি শাসকদলের বিধায়কদের গায়েও গঙ্গাজল ছিটিয়ে দেন তিনি। এই ঘটনার পরে সুদীপ রায় বর্মনকে সেদিনের মতন অধিবেশন থেকে বহিষ্কার করা হয় এবং সাসপেন্ড করা হয় আরও ৪ বিধায়ককেও। পরে অবশ্য সেই সাসপেনশন প্রত্যাহার করা হয়।

জানা গিয়েছে, গত মার্চ মাসে ত্রিপুরা বিধানসভার অন্দরে বসে পর্ন ছবি দেখছিলেন বিধায়ক যাদবলাল নাথ। ঘটানোর পরও বিধায়কের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেয়নি বিজেপি। এবং সেটা ঘিরেই আজকের বিক্ষোভ।

Latest articles

Related articles