এনবিটিভি, ওয়েব ডেস্ক: শুক্রবার ভোরে বাংলাদেশের কক্সবাজার রোহিঙ্গা শিবিরে ফের গুলিযুদ্ধ দখলদারি নিয়ে।
নিহতরা ক্যাম্প-৮ ওয়েস্ট বাসিন্দা আনোয়ার হোসেন, তার বয়স ২৪ বছর। মৃত্যু হয়েছে ১৬ বছরের মোহাম্মদ হামিম, ক্যাম্প-১৩’এর নুরুল আমিন ও ক্যাম্প-১০’এর মহম্মদ নজিমুল্লাহ। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। এই ঘটনায় পুরো ক্যাম্পজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।