এনভিটিভি,ওয়েব ডেস্ক: পঞ্চায়েত ভোটের পর দিনই দিল্লি গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । পঞ্চায়েত ভোটে হিংসার রিপোর্ট দিতেই কী তাঁর এই দিল্লি যাত্রা তা নিয়ে জল্পনা চরমে উঠেছে।
পঞ্চায়েত ভোটে হিংসা প্রসঙ্গে শনিবার বিকেলে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছিলেন, একজন রাজ্যপাল হিসেবে যা কর্তব্য তাই করব। রবিবার সন্ধ্যায় তিনি দিল্লি গেলেন। বিশেষ বিমানে দিল্লি গেলেন তিনি। সংবাদসংস্থা সূত্রে খবর, রাজ্যপালের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক হতে পারে।
শনিবার পঞ্চায়েত ভোটে সকাল থেকেই রাস্তায় নেমেছিলেন রাজ্যপাল। একের পর এক বুথ ঘুরে দেখেছেন তিনি। ভোট শেষ হওয়ার পর রাজ্যপাল সাংবাদিকদের জানান, ভোট বুলেটে নয়। ব্যালটে হওয়া উচিত।