Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

পঞ্চায়েত ভোটের ব্যালট বক্স পাওয়া গেল নর্দমার জলে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

78161990

এনভিটিভি,ওয়েব ডেস্ক: ভোটের রাজ্যে  দিনভর যেমন হিংসা, খুনোখুনি চলছে তেমনই ব্যালট বাক্স নিয়ে রীতিমতো লুকোচুরি খেলা হচ্ছে। কোথাও ব্যালট বাক্স বগলদাবা করে অ্যাথলিটের মতো দৌড়চ্ছেন তৃণমূল কর্মী, কোথাও ব্যালট বাক্স তুলে নিয়ে পুকুরে ফেলে দেওয়া হচ্ছে। কোথাও আবার ব্যালট বাক্সে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এবার ভোটগ্রহণের পরদিন রবিবাব জলপাইগুড়িতে ড্রেন থেকে উদ্ধার হল ব্যালট বাক্স। পাশাপাশি পাট খেত থেকে একটি ব্যালট বাক্স উদ্ধার করা হয়েছে। এখনও একটি ব্যালট বাক্স পাওয়া যায়নি। জলপাইগুড়ি পাহাড়পুর গ্রামপঞ্চায়েতের পাহাড়পুর হাকিমপাড়া বিএফপি বিদ্যালয়ের ২৩৬নং বুথের ঘটনা।

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর