এনবিটিভি, ওয়েব ডেস্ক: উত্তরের হারানো মাটি পুনরুদ্ধার করে জঙ্গলমহলে ঝড় তুলেছে তৃণমূল। ‘মতুয়া গড়ে’ কেন্দ্রীয় মন্ত্রীর এলাকায় ফুটেছে জোড়া ফুল। আর এই ব্যাপক ফলের নেপথ্যে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি, এমনই দাবি করছে রাজনৈতিক মহল।
লোকসভা ভোটের আগে পঞ্চায়েত নির্বাচন কার্যত সেমি ফাইনাল ছিল তৃণমূলের কাছে। সেই ভোটে জিতে উচ্ছ্বসিত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলপ্রকাশের দিনই লোকসভা নির্বাচন প্রচারের ডাক দিলেন তিনি। টুইটারে অভিষেক লিখেছেন, “বিরোধীরা ‘নো ভোট টু মমতা’র ডাক দিয়েছিল, কিন্তু মানুষ ‘নাউ ভোট ফর মমতা’ করে দিয়েছে।” তাঁর দাবি, “তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে বিপুল সাড়া দিয়েছে মানুষ। সর্বাত্মক জয় এসেছে। লোকসভার পথ প্রশস্ত হয়েছে। বাংলাকে ভালবাসি।”