জয়ী নির্দল প্রার্থীদের নিয়ে কি সিদ্ধান্ত নিলো তৃণমূল কংগ্রেস?

এনবিটিভি, ওয়েব ডেস্ক: নির্দল প্রার্থী হয়ে দাঁড়ালে কি হতে পারে আগেই জানিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকে হয়তো সময়ের অভাবে প্রার্থীপদ প্রত্যাহার করতে পারেননি। এবং তাঁদের মধ্যে অনেকে জিতেও গিয়েছে। কিন্তু এবার এই জয়ী নির্দলদের নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস?

দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, যারা ভোটের দিন পর্যন্ত দলের বিরোধিতা করে গিয়েছেন, তাঁদের ফেরানোর প্রশ্নই ওঠে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন সে কথা। কিন্তু এমন অনেক নির্দল প্রার্থীই আছেন যারা হয়তো প্রার্থীপদ প্রত্যাহার করতে চেয়েও সময়ের অভাবে করতে পারেননি। আগে থেকে জেলা সভাপতিকে জানিয়ে ভোটের সময় তৃণমূলের হয়ে প্রচার করেছেন। কিন্তু ঘটনাচক্রে হয়তো নিজের জনপ্রিয়তার জোরে ভোটে জিতে গিয়েছেন, তাঁদের জেলা সভাপতিরা চাইলে ফিরিয়ে নিতেই পারেন। পুরো সিদ্ধান্তই নেবেন জেলা সভাপতি।

Latest articles

Related articles