এনবিটিভি, ওয়েব ডেস্ক: সোমবার হাওড়ার পাঁচলার বিডিও অফিসে হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিডিও না থাকায় জয়েন্ট বিডিওর হাতে কালো গোলাপ ও মিষ্টির প্যাকেট তুলে দেন তিনি। তাঁর কটাক্ষ, “বিডিও সাহেব এত ভাল ভোট করিয়েছেন, এত ভাল গণনা করে তৃণমূলকে ক্ষমতায় এনেছেন। তাই এই উপহার।”
তিনি আরো বলেন, “বিডিও সাহেব যেভাবে ভোট করিয়েছেন, যেভাবে গণনা করিয়েছেন তাতে নির্মমতার সরকার ক্ষমতায় এসেছে। তাঁর এই কাজের জন্য ছোট্ট উপহার দিলাম। পাঁচলা থেকে এই উপহারের অভিযান শুরু হল। এবার রাজ্যের অন্যান্য বিডিওদেরও এই উপহার দেওয়া হবে।”
যদিও এর পাল্টা দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “রাজ্যে ৩৫৫ ধারা জারির মঞ্চ প্রস্তুত করতে চাইছেন শুভেন্দু। ওঁর রক্তের রাজনীতি চাই। তাই এসব করছে। গরিবকে গরিবের বিরুদ্ধে লড়িয়ে দিচ্ছে। শুধুমাত্র ছবি তোলার রাজনীতি।”