এনবিটিভি, ওয়েব ডেস্ক: “জ্ঞানবাপী মসজিদ চত্বরে আগামী বুধবার পর্যন্ত কোনও কাজ করতে পারবে না এএসআই” সোমবার এই কথা স্পষ্ট জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট।
জানা গিয়েছে, মসজিদ চত্বরে এএসআই-এর সমীক্ষা শুরু করার পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মসজিদের ম্যানেজমেন্ট কমিটি। তাদের আইনজীবীকে শীর্ষ আদালত জানিয়ে দেয়, আগামী বুধবারের মধ্যে বৈজ্ঞানিক সমীক্ষার বিরোধিতা করে এলাহাবাদ হাই কোর্টে মামলা দায়ের করতে হবে।
শীর্ষ আদালতের নির্দেশের পরেই হিন্দু পক্ষের আইনজীবী জানান, এলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হবেন তাঁরাও। কারণ জ্ঞানবাপী মসজিদের প্রকৃত তথ্য জানতে এএসআই সমীক্ষা খুবই প্রয়োজনীয়। অন্যদিকে বারাণসীর জেলাশাসক বলেন, আদালতের নির্দেশ মেনেই কাজ করবে প্রশাসন।