মণিপুর ইস্যু: সংসদ ভবনের বাইরে ধরনা ইন্ডিয়া জোটের শরিকদের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20230724_124336

এনবিটিভি, ওয়েব ডেস্ক: মণিপুর ইস্যু ঘিরে সংসদ ভবনের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে ধরনা শুরু করলো ইন্ডিয়া জোটের শরিকরা। নেতৃত্ব দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বিরোধীদের মূল দাবি একটাই, লোকসভা ও রাজ্যসভায় প্রধানমন্ত্রীকে মণিপুর নিয়ে বিবৃতি দিতে হবে।

এদিন ধরনার শুরুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ”মণিপুরের ঘটনা থেকে নজর ঘোরাতে রাজস্থান, বাংলার প্রসঙ্গ তুলে আনছেন নেতা, মন্ত্রীরা। কিন্তু তাতে লাভ নেই। বাংলার সঙ্গে তুলনায় হয় না। বাংলায় কখনও ইন্টারনেট বন্ধ হয়নি। মণিপুরে তা বন্ধ করতে বাধ্য হয়েছে। কী ঘটছে, সকলেই তা বুঝতে পারছেন। প্রধানমন্ত্রী কোনও প্রতিশ্রুতি রাখতে পারেন না। ২০২২-এর মধ্যে দেশের সবার মাথার উপর ছাদ থাকবে। কিন্তু এখনও কত মানুষ ছাদহীন। আর এদিকে কত টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি হয়েছে। লজ্জায় মাথায় হেঁট হয়ে যায়।” 

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর