এনবিটিভি, ওয়েব ডেস্ক: এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার সকাল সাড়ে ৬ টা থেকে উত্তপ্ত বেহালা চৌরাস্তা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। জ্বালানো হয় পুলিশের গাড়ি, বাইক। উত্তেজিত জনতাকে শান্ত করতে লাঠিচার্জ ও টিয়ারগ্যাস ব্যবহার করা হয়। পুলিশ ও আমজনতা দুজনেই আহত হন।
পরে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল-সহ অন্যান্য আধিকারিকরা। তিনি জানান তিনি বিষয়টি খতিয়ে দেখবেন এবং আশ্বাস দেন যে আগামী দিনে এমন ঘটনা ঘটবে না।
এই দুর্ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মুখ্যসচিবের সঙ্গে কথা বলেছেন তিনি। লালবাজারের কাছে রিপোর্ট তলব করেছে নবান্ন।