মণিপুরে আবার তিনজনের মরদেহ উদ্ধার

গত বৃহস্পতিবার নিঁখোঁজ হওয়া চার ব্যক্তির মধ্যে তিনজনের মরদেহ মধ্য মণিপুরের বিষ্ণুপুর জেলায় পাওয়া গেছে।

যাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাঁরা হলেন ইবোমচা সিং (৫০), তাঁর ছেলে আনন্দ সিং (২০) ও  তাঁদের প্রতিবেশী রোমেন সিং (৩৮)। দ্বারা সিং নামের এক ব্যক্তি এখনো নিখোঁজ।

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে নিরাপত্তা বাহিনী তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ওই চারজন সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সদস্য। তারা বিষ্ণুপুর জেলার কুম্বি-হাওতাক অঞ্চলের বাসিন্দা। এলাকাটি কুকি-জোমি অধ্যুষিত চূড়াচাঁদপুর জেলার লাগোয়া।

জানা যায়, শুক্রবার সীমান্তরক্ষী বাহিনী এবং মণিপুর পুলিশ একটি অভিযানে অংশ নিলে লেইকেই গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় হয়।

রাজ্য সরকার জনজাতি গোষ্ঠীর একাংশের তফসিলি আদিবাসী হিসেবে মর্যাদা কেড়ে নিতে চাওয়ায় মণিপুরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা। সংঘাত বাধলেই কুকিদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে বলে জানিয়েছেন তারা।

মুখ্যমন্ত্রী বীরেন সিং কুকি জোমি এবং চিন উপজাতির মানুষের তফসিলি আদিবাসী হিসেবে যাবতীয় সুযোগ-সুবিধা কেড়ে নিয়ে সংঘাতের সৃষ্টি করছেন বলে বিবৃতিতে জানিয়েছে মণিপুরের দুটি আদিবাসী গোষ্ঠী।

এর আগে বুধবার মুখ্যমন্ত্রী সিং বলেছিলেন, আদিবাসীদের জনজাতি মর্যাদা থাকা উচিত কি না, তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হচ্ছে।

গত বছরের মে মাস থেকে চলা সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ২০০ জনের বেশি প্রাণ হারিয়েছেন।

Latest articles

Related articles