৭ অক্টোবর থেকে ফিলিস্তিনে ঈসরাইলি হামলায় নিহতের সংখ্যা ২৫ হাজার ছুঁয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রনালয়।
আহত হয়েছে ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি। গত ২৪ ঘন্টায় নিহত হয়েছে ১৭২ জন। আহত হয়েছে আরো ৩২৬ জন।
বিবৃতিতে বলা হয়, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। উদ্ধারকারীরা এখনো তাদের কাছে পৌঁছাতে পারেনি।
শরণার্থী শিবিরে ভিড় এবং অপরিচ্ছন্নতার কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে।
জাতিসংঘের মতে, প্রায় ৮৫ গাজাবাসী বাস্তুচ্যুত হয়েছে। তাদের সকলেই খাদ্য নিরাপত্তাহীন। হাজার হাজার মানুষ আশ্রয় ছাড়াই বসবাস করছে।