ভগবান রামকে হেয় করার অভিযোগে কর্ণাটকে দলিত শিক্ষার্থীকে মারধর

ভগবান রামকে হেয় করার অভিযোগে ১৭ বছর বয়সী এক দলিত শিক্ষার্থীর উপর হামলা ও জয় শ্রীরাম বলতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে।
উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের দিন কর্ণাটকের বিদার জেলার হুমনাবাদে ঘটনাটি ঘটে।

ওই শিক্ষার্থী জানায়, “রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা শেষ করে কলেজ ছাড়ার পর একদল যুবক আমাকে ঘিরে ধরে। তারা অটেরিকশায় উঠতে জোর করছিল। তারা আমার জাত নিয়ে গালাগাল দেয়। পরে তারা আমাকে বীরভদ্রেশ্বর ডিগ্রি কলেজে নিয়ে যায়। সেখানে তারা আমাকের মারধর করে।  পরে তারা আমাকে জোর করে একটি হনুমান মন্দিরে নিয়ে গিয়ে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বাধ্য করে।

এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিষেক, রেতেশ রেড্ডি, সুনীল রেড্ডি এবং অভিষেক তেলঙ্গা নামে চার হামলাকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা সবাই হুমনাবাদ শহরের বাসিন্দা।
তাদের বিরুদ্ধে বিরুদ্ধে অত্যাচার প্রতিরোধ সংশোধনী আইনের কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত।

Latest articles

Related articles