প্রতীকের রাজনতি করছে সরকার : কংগ্রেস নেতা জয়রাম রমেশ

মোদী সরকার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এসসি, এসটি এবং ওবিসিদের দেওয়া রিজার্ভেশন শেষ করার ‘ষড়যন্ত্র’ করছে বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।

রবিবার (২৮ জানুয়ারি) এক্স-এ একটি মিডিয়া রিপোর্ট শেয়ার করেন। হিন্দিতে লেখা ওই পোস্টে রমেশ বলেন, “কয়েক বছর আগে আরএসএস প্রধান মোহন ভাগবত সংরক্ষণের নিয়ম পর্যালোচনা করার কথা বলেছিলেন। এখন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে SC, ST, OBCদের দেওয়া সংরক্ষণ শেষ করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে”

মোদী সরকার দলিত, অনগ্রসর শ্রেণী এবং আদিবাসীদের ক্ষেত্রে শুধুমাত্র “প্রতীকের রাজনীতি” করছে বলে দাবি করেন তিনি।

Latest articles

Related articles