বৌদ্ধ ধর্ম অনুসরণের আহ্বান জানিয়ে ছত্রিশগড়ে শিক্ষক গ্রেফতার

হিন্দু দেবতার পরিবর্তে বৌদ্ধ ধর্ম অনুসরণে উৎসাহিত করায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার করা হলো একটি স্কুলের প্রধান শিক্ষককে।

ওই শিক্ষকের নাম রতনলাল সরোবর। তিনি ছত্তিশগড়ের বিলাসগড় জেলার বাসিন্দা।

জানা যায়, ২২ জানুয়ারী অযোধ্যার রাম মন্দির অভিষেক অনুষ্ঠানের দিন রতনপুরের মোহতারাই গ্রামে এক বক্তৃতায় ওই শিক্ষক উপস্থিত ব্যক্তিদের বৌদ্ধ ধর্ম অনুসরণের আহ্বান জানান।

তার বক্তব্যটি ইউটিউবে আপলোড করা হলে রূপেশ শুক্লা নামে এক হিন্দুত্ববাদী ব্যক্তি স্থানীয় পুলিশের কাছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনেন।   এরপরই ওই শিক্ষককে বহিষ্কার করে জেলার শিক্ষা বিভাগ।

পুলিশ জানিয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে আইপিসির ধারা  ১৫৩এ (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা) এবং ২৯৫এ (কোন শ্রেণীর ধর্মীয় অনুভূতিকে ক্ষুব্ধ করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত এবং দূষিত কাজ) এর অধীনে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

অভিযোগের পর ওই শিক্ষককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

Latest articles

Related articles