মিয়ানমার থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা শরনার্থীকে নিজ বাসভবনের সামনে ছুরিকাঘাতে খুন করা হলো হায়দ্রাবাদে।
নিহত ওই রোহিঙ্গার নাম মোহাম্মদ ইব্রাহিম (৩৯)। দুজন আততীয় বাইকে এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ওসমানিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানেই মারা যান।
অভিযুক্ত দুই ব্যক্তি মোহাম্মদ আসিফ ও খাইয়ুমকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হায়দ্রাবাদের আসিফনগর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযুক্তরা নিহত ওই রোহিঙ্গার মোবাইল ছিনিয়ে নেয়। তারা মোবাইলটি ফেরত দেওয়ার জন্যে টাকা দাবি করলে তর্কবিতর্কের মধ্যে তাকে ছুরিকাঘাত করা হয়।
২০১৭ সালে মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা চালানোর সময় নিহত ইব্রাহিম ভারত সরকারের কাছে আশ্রয় প্রার্থনা করে। প্রথমে তাকে আটক করা হলেও পরে জাতিসংঘের শরণার্থী সংস্থায় (ইউএনএইচসিআর) নিবন্ধিন করা হলে তাকে ছেড়ে দেওয়া হয়।
ইব্রাহিম দিনমজুরের কাজ করতেন। বিয়ে করেছেন অপর এক রোহিঙ্গা শরণার্থীকে। তার দুই মাসে একটি কন্যাসহ বাবা, মা এবং চার ভাই বোন আছে।
এই হত্যাকান্ডের নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে রোহিঙ্গা হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ।