দিল্লীতে রাস্তায় নামাজ পড়া ব্যক্তিকে লাথি মারার অভিযোগে একজন সাব-ইন্সপেক্টরকে বরখাস্ত করেছে দিল্লী পুলিশ।
শুক্রবার উত্তর দিল্লির ইন্দারলোক মেট্রো স্টেশনের কাছে দুপুর ২টায় এ ঘটনা ঘটে।
ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় দাবি জানায়।
এ ব্যাপারে ডেপুটি কমিশনার অফ পুলিশ (উত্তর) এম কে মীনা বলেছেন, “ অভিযুক্ত পুলিশ অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে,”
ঘটনার পরপরই, পুলিশ ভিডিওটি আমলে নিয়ে তদন্ত শুরু করে বলে জানান তিনি।
দিল্লি কংগ্রেস ঘটনাটিকে “লজ্জাজনক” উল্লেখ করে এক্সে পোস্ট করেছে। ওই পোস্টে কংগ্রেস লিখেছে,“খুবই লজ্জাজনক! দিল্লিপুলিশের জওয়ান রাস্তায় নামাজ পড়া লোকদের লাথি মারছে। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে?”