ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত এক অন্তঃসত্ত্বা নারীর গর্ভ থেকে জীবিত শিশুর জন্ম হয়েছে।
শনিবার রাতে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে মেয়ে শিশুটির জন্ম হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রনালয়।
শিশুটিকে রাফাহ শহরের একটি হাসপাতালে আরও এক শিশুর সঙ্গে ইনকিউবেটরে রাখা হয়েছে।তার বুকে সেঁটে দেওয়া টেপে লেখা আছে শহীদ হওয়া সাবরিন আল সাকানির সন্তান।
শিশুটির চিকিৎসক মোহাম্মদ সালামা জানিয়েছেন, শিশুটির ওজন ১.৪ কেজি। তার অবস্থা স্থিতিশীল। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে।
এর আগে গাজা উপত্যকার রাফাহ শহরের দুটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় ১৯ জন নিহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে একই পরিবারের ১৩ শিশু রয়েছে। এই হামলাতেই স্বামী ও মেয়েসহ সাবরিন আল সাকানি নামের ৩০ সপ্তাহের ওই অন্তঃসত্ত্বা নারী নিহত হন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে টানা ফিলিস্তিনে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। রবিবার খান ইউনিসের নেসার হাসপাতালে গণকবর থেকে ২১০টি ফিলিস্তিনি মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত ৭ অক্টোবর থেকে চালানো ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৩৪ হাজার ৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছে।