ভোট ভাগ করবেন না : মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গে বিজেপির দু’টি চোখ— বাম এবং কংগ্রেস বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

সোমবার খড়গ্রামের সভা থেকে মমতা বলেন, “মুর্শিদাবাদের মানুষ কি সিপিএমের অত‍্যাচার ভুলে গেলেন? ভোট ভাগ করবেন না।সেলিম কোনও দিনই জিততে পারবেন না। কিন্তু কেন্দ্র ওঁদের কোনও দিনই এজেন্সি দিয়ে স্পর্শ করে না। আমাদের যত নেতানেত্রী, সব জেলে।”

বাম-কংগ্রেস সম্পর্কে তিনি বলেন, “ওরা ভোট কাটুয়া। যেখানে আমরা জিতব, সেখানে ভোটে লড়তে এসেছে।”

সেলিমের প্রসঙ্গে বলেন, “মুর্শিদাবাদে বাজপাখি এসেছে ভোট কাটতে। আমি জাকির (হোসেন) ও খলিলুরকে বলছি, বিষয়টা দেখতে হবে।”

ভগবানগোলায় মমতা আরও বলেন, “যত দিন যাচ্ছে, বিজেপির বুক দুরু দুরু করছে। তাই হাত জোড় করে বলছি, ভোট ভাগ করবেন না। বাংলায় তৃণমূল ছাড়া ইন্ডিয়া-র সরকার তৈরি হতে পারে না। তাই সংখ্যালঘুদের মধ্যে ভোট ভাগ করতে বিজেপির পরিকল্পনা মতো সিপিএম-কংগ্রেস ভোটে দাঁড়িয়েছে।”

মুখ্যমন্ত্রীল এ বক্তব্যের প্রতিক্রিয়ায় সেলিম বলেন, “উনি সংখ্যালঘুকে শুধু ভোটার মনে করেন। ১০ হাজার মাদ্রাসা দেব বলে দেননি কেন? ওয়াকফ বোর্ডের চুরি কেন বাড়িয়েছেন? সংখ্যালঘু বিত্ত উন্নয়ন নিগম চুরি করে ফাঁক করে দিলেন কেন? এসএসকে, এমএসকে বা মাদ্রাসা কমিশন তুলে দিয়েছেন কেন?”

Latest articles

Related articles