ইভিএম নিয়ে প্রশ্ন তৃণমূলের

লোকসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফায় কোথায় কত শতাংশ ভোট পড়েছে সেই পরিসংখ্যান প্রকাশের পর প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি।

বুধবার মুর্শিদাবাদের ফারাক্কায় প্রচারণা মঞ্চে মমতা প্রশ্ন তোলেন—ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) কারা তৈরি করেছে? চিপ কারা তৈরি করেছে? সংখ্যাটা বাড়ল কী করে? তিনি বলেন, কত ভোটার ছিল, কত মেশিন ছিল সেটা আমরা জানতে চাই।

এর আগে মঙ্গলবার লোকসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফায় কত শতাংশ ভোট পড়েছে, সেই তথ্য গত প্রকাশ করে নির্বাচন কমিশন।
ওই তথ্যেনুসারে, প্রায় ৬ শতাংশ করে ভোট বেড়েছে। এই বিষয়টিকে ‘গরমিল’ হিসেবে দেখছেন বিরোধীরা। ইতিমধ্যেই এই বিষয়ে প্রশ্ন তুলে কমিশনে চিঠিও দিয়েছে তৃণমূল।

Latest articles

Related articles