ঝাড়খণ্ডে মন্ত্রীর ব্যক্তিগত সচিবের গৃহ সহকারীর বাড়িতে টাকার পাহাড়

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

2

ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির একাধিক স্থানে অভিযান চালিয়ে বেহিসাবি ৪০ কোটি টাকা নগদ উদ্ধার করেছে দুর্নীতি-সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সোমবার প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) অধীনে অভিযানগুলো পরিচালনা করা হয়। ক

মূলত ঝাড়খণ্ড গ্রামীণ উন্নয়ন বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী বীরেন্দ্র রাম ও তার বলয়ে জড়িত প্রায় অর্ধ ডজন স্থান লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করে ইডি।

এর আগে বীরেন্দ্র রামকে অর্থ পাচারের মামলায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে গ্রেপ্তার করে ইডি।

অভিযানের ভিডিও ফুটেজে দেখা যায়, ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের গৃহ সহকারীর বাড়ির একটি কক্ষে টাকার ছড়িয়ে ছিটিয়ে আছে। ৭০ বছর বয়সী আলমগীর আলম একজন কংগ্রেস নেতা। তিনি ঝাড়খণ্ড বিধানসভার পাকুর আসনের প্রতিনিধিত্ব করেন।

ঝাড়খণ্ড বিজেপির মুখপাত্র প্রতুল শাহদেব বলেন, ‘ঝাড়খণ্ডে দুর্নীতি শেষ হচ্ছে না। নির্বাচনের মধ্যেই এতগুলো টাকা পাওয়া মানে বুঝায় এগুলো নির্বাচনে ব্যয় করার পরিকল্পনা ছিল। নির্বাচন কমিশনের উচিত এই বিষয়ে ব্যবস্থা নেওয়া।’

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর