এবার হিমাচল প্রদেশে এক মুসলিম বিক্রেতাকে মারধর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করার অভিযোগ উঠেছে হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দলের সদস্যদের বিরুদ্ধে।
নির্যাতিত ওই মুসলিম ব্যক্তির নাম মোহাম্মদ উমর কুরেশি। তার অভিযোগ, বজরং দল, শিবসেনা এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর লোকেরা তাকে মারধর করেছে এবং তার কাছে থাকা অর্থ লুট করে তাকে জয় শ্রী রাম বলতে বাধ্য করেছে।
উমর কুরেশি উত্তরপ্রদেশের মিরাটের বাসিন্দা। তাকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
কুরেশি বলেন, আক্রমণকারীরা তাকে মারধর করার সময় বলেছিল, এখন আমাদের সরকার (ভারতীয় জনতা পার্টি) ক্ষমতায় এসেছে। মুসলমানদের আর থাকতে দেওয়া হবে না। তারা তাকে হাত ও পাঁজর না ভাঙ্গা পর্যন্ত মারধর করতে থাকে বলে অভিযোগ করেন তিনি।
পুলিশকে অভিযোগ করার পরও তাকে পুলিশ কোন সহযোগিতা করে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, আমি যখন থানায় অভিযোগ করতে গিয়েছিলাম, অফিসাররা এফআইআর দায়ের করেনি।