তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায় বিষাক্ত মদ পানে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। গত কয়েক দিনে মদ পানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৬৮ জন।
নিহতরা সবাই চেন্নাই থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত কাল্লাকুরিচি জেলার করুণাপুরম এলাকার বাসিন্দা।
নিহত এক ব্যক্তির মা অভিযোগ করেন, তার ছেলের প্রচন্ড পেট ব্যথা হলেও তাকে মাতাল আখ্যা দিয়ে হাসপাতালে ভর্তি নিতে অস্বীকার করে কতৃপক্ষ। তিনি রাজ্য সরকারের কাছে সকল মদের দোকান বন্ধ করে দেওয়ার দাবি করেন।
আরেক মা বলেন, আমার ছেলের পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। সে দেখতে বা শুনতে পাচ্ছিল না। এটি কারও সাথে হওয়া উচিত নয়। মদ বিক্রি বন্ধ করুন।
এ ঘটনায় সন্দেহভাজন এক অবৈধ মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন , আমরা তদন্ত করছি তারা আসলে কী পান করেছে। আমরা তিনজনকে জেলে নিয়েছি। যারা মারা গেছেন তাদের অধিকাংশই ব্যক্তিগত মাধ্যম ব্যবহার করে মদ কিনেছিলেন, কোনো সরকার পরিচালিত মদের দোকান থেকে কেনেননি।
রাজ্য সরকার জানিয়েছে, ২৬ জন প্যাকেট থেকে ‘আরক’ পান করেছিলেন আর ফরেনসিক তদন্তে তাতে বিষাক্ত মিথানলের উপস্থিতি নিশ্চিত হয়েছে। এ ঘটনায় রাজ্য সরকার জেলা পুলিশ প্রধানকে বরখাস্ত করা হয়েছে। তার জায়গায় নতুন আরেকজন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে।