কেরলের থেকেও খারাপ অবস্থা বাংলার, তাই স্কুলকে অপচয় বন্ধ করতে বলছে: শুভেন্দু

সরকারি অফিসে ইলেকট্রিক অপচয় বন্ধে নবান্নের বৈঠকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সেই সিদ্ধান্তকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।।

স্কুল শিক্ষা দফতর রাজ্যের প্রতিটি স্কুলকে বিদ্যুৎ অপচয় বন্ধের বিষয়ে সতর্ক করেছে সেই সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন  “কেরলের থেকে খারাপ অবস্থা বাংলার। ঋণের সীমা পার করে গেছে। আর তো ঋণ পাবে না। তাই চিৎকার শুরু করেছে। কতটা দেউলিয়া অবস্থা হলে স্কুলকে বলছে ইলেকট্রিক অপচয় করবেন না!”

রবিবার হুগলির শ্রীরামপুরে দলীয় কর্মসূচিতে একথা বলেন শুভেন্দু।

শুভেন্দু বলেন, “আমাদের লড়াইটা কোনও ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। কিন্তু বাংলায় কঠিন সাম্প্রদায়িক কার্ড খেলা হচ্ছে। অনু্প্রবেশকারীদের মদত দিয়ে পশ্চিমবঙ্গটাকে কার্যত ভারতবর্ষের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি, নন্দীগ্রাম বিধানসভাতে আমি ৭০ শতাংশ হিন্দুকে একত্রিত করতে পেরেছি। এটা যেদিন গোটা পশ্চিমবঙ্গে যেদিন হবে সেদিনকে রাষ্ট্রবাদী সরকার হবে।

নিট ও ইউজিসি-নেট দুর্নীতি প্রসঙ্গে বিরোধী দলনেতার দাবি, “রাজ্যে শিক্ষায় দুর্নীতি হলে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করে রাজ্য সরকার। আর কেন্দ্রে দুর্নীতি হলে শাস্তির ব্যবস্থা করে মোদী সরকার। বিজেপি তৃণমূলের তফাত এখানেই।”

Latest articles

Related articles