সংসদ মার্গ মসজিদ থেকে সংসদে, বিরোধী সাংসদ এক ইমামও

লোকসভায় শপথ নিলেন দিল্লির সংসদ ভবনের ঠিক উল্টো দিকের সংসদ মার্গ মসজিদের ইমাম মোহিবুল্লাহ নদবী।

ইমাম নদবী জানিয়েছেন, এক বন্ধুর সঙ্গে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে কয়েক মাস আগে আলাপের পর অখিলেশ প্রস্তাব দেন রামপুর আসনে প্রার্থী হতে। তিনিও রাজি হয়ে যান। জিতেও যান সেই আসনে।

সোমবার অখিলেশের সঙ্গেই প্রথম সংসদ ভবনে পা রাখেন তিনি। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষায় এমএ করেছেন। কলেজ পর্যন্ত পড়াশোনা রামপুর ও লখনউতে। স্কুল স্তরের পড়াশোনা মাদ্রাসায়।

Latest articles

Related articles