দিল্লীতে ভাঙা হচ্ছে আরো একটি মসজিদ

হিন্দুত্ববাদী নেতা প্রীত সিরোহির দায়ের করা অভিযোগের ভিত্তিতে উত্তর-পশ্চিম দিল্লির মঙ্গোলপুরী এলাকায় একটি মসজিদ ভেঙ্গে ফেলা হচ্ছে। এর আগে একই ব্যক্তির করা অভিযোগের ভিত্তিতে ভাবনা এলাকায় আরো একটি মসজিদ ভেঙ্গে ফেলা হয়েছিল।

মঙ্গলবার সকালে ভারী পুলিশ মোতায়েন করে মসজিদটি ধ্বংস করা শুরু হয়। মসজিদ ধ্বংস করার প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয় ‍মুসলমানেরা।

দিল্লির মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন, স্থানীয় পুলিশ এবং আধাসামরিক কর্মীদের একটি সংস্থার লোকজন মসজিদটি ভেঙে ফেলার জন্য মঙ্গোলপুরির ওয়াই ব্লকে পৌঁছানোর পর মসজিদটি ধ্বংস করা শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।

পুলিশের ডেপুটি কমিশনার জিমি চিরাম , “কিছু লোক ধ্বংসের বিষয়ে আপত্তি জানালেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।”

Latest articles

Related articles