Sunday, February 23, 2025
25 C
Kolkata

অধিকার বুঝেনিতে সরব আদিবাসীরা দেউচাপাঁচামির খনি থেকে মোটা টাকা উপার্জন করতে মরিয়া শাসক 

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সবচেয়ে বড় কয়লা খনি হিসেবে বিবেচিত পাচামি কয়লা খনি। খুব শীঘ্রই  কার্যক্রম শুরু হবে, এমনটাই জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

পশ্চিমবঙ্গ সরকারের প্রধান শিল্প সম্মেলন, অষ্টম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দেউচা-পাচামি বিশ্বের বৃহত্তম কয়লা খনিগুলির মধ্যে একটি। এখানে ১,২৪০ মিলিয়ন টন কয়লা ও ২,৬০০ মিলিয়ন টন ব্যাসাল্ট মজুত রয়েছে। আগামী ১০০ বছরে বিদ্যুতের কোনো সংকট হবে না।”

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, অনেক দেশ এই প্রকল্পে আগ্রহী এবং তারা মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করতে পারেন। তিনি আরও বলেন, “এক লক্ষের বেশি মানুষ এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান পাবেন, এবং সহযোগী শিল্পগুলিও আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।” এছাড়াও, পূর্ব ভারতের এই রাজ্যে ব্যবসার সুবিধা বৃদ্ধি করতে রাজ্য স্তরের একটি বিনিয়োগ সমন্বয় কমিটি গঠনের ঘোষণা করা হয়েছিল।

“তারপর বললেন : বলা ভারি শক্ত

সবচেয়ে ভালো খেতে গরীবের রক্ত”

না না একথা মমতা ব্যানার্জি বলেননি। ছোটবেলায় পাঠ্য বইতে পড়া ‘ভালো খাবার’ নামক সেই বিখ্যাত কবিতায় জমিদার শেষমেষ এমন মন্তব্য করে বসলেন। বর্তমান যুগের আধুনিক কবিদের লেখার ধরনটা বদলালেও, শাসক এবং শোষিত সংজ্ঞাটা যুগ যুগ ধরে একই থেকে গেছে। এমনটাই মনে করছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা।

এ বছরে রাজ্য সরকারের পক্ষ থেকে বাণিজ্যিক সম্মেলনে দেউচাপাঁচামি প্রসঙ্গ উঠে আসলেও, ঘটনার সূত্রপাত ২০১৩ সাল থেকে। ২০১৩ সালে, কেন্দ্রীয় সরকার ওয়েস্টবেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডকে (ওয়েস্ট বেঙ্গল পিডিসিএল) একটি ছাড়পত্র প্রদান করে থাকে। এরপরে জারি করা হয় আইনি প্রক্রিয়া। ২০১৩ সালের এমেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী জমির পরিমাণ পঁচিশ হেক্টর এর উপর গেলে, এনভার্মেন্টাল ক্লিয়ারেন্স নেওয়ার আগে পাবলিক কনসাল্টেশন করা প্রয়োজন। সুত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, সেই সব নিয়ম না মেনেই পিডিসিএল এর পক্ষ থেকে টেন্ডার পাস করানো হয়। আইনজীবীদের একাংশ মনে করছে, সরকার এই কার্যকলাপের মাধ্যমে ২০১৩ সালের লাঘু হাওয়া আইনের অবমাননা করছে। অভিযোগ উঠছে, এরফলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে।

এই অঞ্চলের একটি বিরাট অংশ আদিবাসী অঞ্চল হিসেবে স্বীকৃত। বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে বনাঞ্চল। ওই অঞ্চলে বসবাসকারীরা নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য, ২০০৬ সালের আদিবাসীদের অধিকার সংক্রান্ত আইন অনুযায়ী গ্রাম সভা করেন। বারংবার সরকারের কাছে আবেদন করেও মেলেনি কোন সুরাহা। তাদের অভিযোগ সরকার বলপূর্বক তাদেরকে উৎখাত করার চেষ্টা করছে। এই ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেউচাপাঁচামি। দেউচাপাঁচামির আদিবাসীদের জীবন জীবিকা রক্ষা এবং কয়লা খনি বাতিলের দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে তারা। সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

Hot this week

আরবিআই-এর নির্দেশিকা লঙ্ঘন: সিটি ব্যাঙ্কসহ তিন সংস্থার বিরুদ্ধে জরিমানা

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) সম্প্রতি সিটি ব্যাঙ্ক, আশীর্বাদ ক্ষুদ্র...

মরুভূমির শুষ্ক পরিবেশকে আরো বেশি উত্তপ্ত করছে, ভারত পাকিস্তান সংঘর্ষ

কারগিল সীমানা হোক বা ২২ গজের ক্ষেত্র, ভারত বনাম...

তপশিলী হওয়ার অপরাধে কর্মীকে বদলি করা হলো গুজরাটে কেরালার এমন ঘটনায় নিন্দার ঝড় সকল স্তরে  

কেরালার  একজন ব্যক্তি, কর্মস্থলে জাতিভিত্তিক বৈষম্যের অভিযোগ করেছিলেন। এই...

Topics

আরবিআই-এর নির্দেশিকা লঙ্ঘন: সিটি ব্যাঙ্কসহ তিন সংস্থার বিরুদ্ধে জরিমানা

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) সম্প্রতি সিটি ব্যাঙ্ক, আশীর্বাদ ক্ষুদ্র...

তপশিলী হওয়ার অপরাধে কর্মীকে বদলি করা হলো গুজরাটে কেরালার এমন ঘটনায় নিন্দার ঝড় সকল স্তরে  

কেরালার  একজন ব্যক্তি, কর্মস্থলে জাতিভিত্তিক বৈষম্যের অভিযোগ করেছিলেন। এই...

ভাষায় নেই সীমানাআর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা।

২১-শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য শহীদ...

Related Articles

Popular Categories